যশোরে সেলিম রেজা ডাবলু (৪০) নামে এক ইজিবাইকচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকাল ৭টার দিকে সদর উপজেলার চূড়ামনকাটি ব্র্যাক অফিসের সামনে থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত সেলিম ঝাউদিয়া গ্রামের আমজাদ হোসেন বিশ্বাসের ছেলে।
নিহতের ছোট ভাই শাহীন জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন সেলিম রেজা। গতকাল সকালে ভাইয়ের মৃত্যুর খবর পান।
তিনি আরও জানান, ছিনতাইকারীরা ইজিবাইক নিতে চাইলে দু-একটি আঘাত করত। কিন্তু ভাইয়ের মাথা, বুক, পেট, দুই পা এবং পিঠে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকা । এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।