রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাতরাস্তা এলাকা থেকে ডাকাতি হওয়া সৌদি মুদ্রা রিয়ালের বেশির ভাগ উদ্ধারের পাশাপাশি ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বিদেশি মুদ্রা ডাকাতির চার দিনের মধ্যে তিনটি মোটরসাইকেলসহ প্রায় ৪ লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। গতকাল এসব তথ্য জানান ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় একটি প্রাইভেট কারের গতিরোধ করে ‘অস্ত্রের মুখে’ এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নগদ ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার এবং ১২ হাজার ৩৫০ সংযুক্ত আরব আমিরাত দিরহাম ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ বলছে, ডাকাতির ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা হয়েছে। মামলায় তালহা নূর, শারমিন, মো. শাহিন শিকদার, ইয়াসিন আরাফাত, মো. রফিকুল ইসলাম, মো. শুভ হাওলাদারসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ১০-১২ জনের একটি ডাকাত দল মুখোশ পরে দেশি অস্ত্র দেখিয়ে ডাকাতি করে।
এ ঘটনার তদন্তে নেমে আয়াত ট্যুরসের কর্মী তুহিনের যোগসাজশ পায় পুলিশ। তাকে আটক করে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বলছে, তুহিনসহ অন্য আসামিরা কয়েক দিন আগে গল্প সাজিয়ে ডাকাতির পরিকল্পনা করে। সেই অনুযায়ী তুহিন বায়তুল মোকাররম এলাকা থেকে ভাড়ায় প্রাইভেট কারে বিদেশি মুদ্রা ভর্তি লাগেজ নিয়ে উত্তরা যাওয়ার পথে তার লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে ডাকাতদের কাছে পাঠান। গাড়িটি তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগার এলাকায় যাত্রী ছাউনির সামনে পৌঁছালে প্রাইভেট কারের গতিরোধ করে বিদেশি মুদ্রা ভর্তি লাগেজ নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। তারা মুদ্রাগুলো নিজেদের মধ্যে ভাগবাঁটোয়ারা করে আত্মগোপনে চলে যায়। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তার এ ডাকাতিতে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।