ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সভাপতি আবদুল্লাহ আল হারুন (সোহেল) বলেছেন, ‘১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার ষড়যন্ত্র আর বর্তমানে বিএনপি তথা তারেক রহমানকে ক্ষমতায় আসতে না দেওয়ার ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা।’
গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমানেও বাংলাদেশের শান্তিকামী জনগণ যখন বিএনপি ও সমমনা দলসমূহের ৩১ দফার ওপর আস্থা রেখে তারেক রহমানকে ক্ষমতা দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, তখনই ১৯৮১ সালের মতো কিছু দেশি অশুভ গোষ্ঠী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী ছাত্র-জনতার অভ্যুত্থানোত্তর দেশের উন্নয়ন, স্থিতিশীলতাসহ অগ্রযাত্রা স্তব্ধ করে দিতে চায়।
দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে আমাদের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী ও সমৃদ্ধিশালী দেশ গড়তে দলমত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’