হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৫৭৭ গ্রাম স্বর্ণালংকারসহ মো. শরীফুল আলম (৩০) ও মো. জুবায়ের (৩৬) নামে দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গতকাল সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়। আগমনি ১ নম্বর ও ২ নম্বর ক্যানোপির মাঝখান এলাকা থেকে ওই দুজনকে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স আটক করে। এ সময় আটককৃত একটি সিলভার রঙের ঢাকা মেট্রো গ-৩৭-৫২৫৪ নম্বরধারী প্রাইভেট কার থেকে ১৩টি কফি কালারের ছোট ব্যাগের ভিতর হতে সর্বমোট ১ হাজার ৫৭৭ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। স্বর্ণালংকার জব্দতালিকা মূলে জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯২ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা। স্বর্ণালংকারগুলোর মান ২২ ক্যারেট।
আসামি মো. শরীফুল আলম ও মো. জুবায়েরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ হতে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনয়ন করে। আটককৃত ব্যক্তিরা দীর্ঘ দিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় গতকাল সন্ধ্যায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন কাজ করে। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা অতীতের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যে কোনো চোরাচালান রোধে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।