চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের লক্ষ্যে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে কার্যিনর্বাহী কমিটিতে ২৩টি পদ এবং পাঁচজন নির্বাহী সদস্য রাখা হয়েছে। পূর্ববর্তী গঠনতন্ত্রে পদসংখ্যা ছিল ১৮টি এবং নির্বাহী সদস্য ছিলেন ১০ জন। অর্থাৎ নির্বাহী সদস্য কমিয়ে পাঁচজন করা হয়েছে। একই সঙ্গে চাকসুর সদস্য ও প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩০ বছর।
গতকাল বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় এই গঠনতন্ত্র অনুমোদিত হয়। নতুন গঠনতন্ত্রে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনের চেতনা ও দেশের ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখার অঙ্গীকার যুক্ত করা হয়েছে।
শিক্ষার্থীদের অধিকার, চাহিদা ও সমস্যাবলি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের সামনে উপস্থাপন এবং তা সমাধানের লক্ষ্যে এই কাঠামো পুনর্গঠন করা হয়েছে।
ভোটার ও প্রার্থিতার যোগ্যতা : নতুন গঠনতন্ত্র অনুযায়ী, কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ও আবাসিক হলের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীরাই ভোটার ও প্রার্থী হতে পারবেন। যারা স্নাতক, মাস্টার্স, এমফিল অথবা পিএইচডি কোর্সে অধ্যয়নরত এবং আবাসিক হলের সঙ্গে যুক্ত, তারাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।