খাগড়াছড়িতে জম্মু শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে পাহাড়িদের ওপর হামলা ও অগ্নিসংযোগেরও প্রতিবাদ জানানো হয়। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।
এতে বিভা চাকমা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন করুন অথবা পার্বত্য চট্টগ্রামকে স্বায়ত্তশাসিত ঘোষণা করুন। আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। দেশের নাগরিক হিসেবে নিরাপদে বাঁচতে চাই। পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শামিম ত্রিপুরা বলেন, আজ পাহাড়িরা রক্তাক্ত। নিরাপত্তাহীনতায় ভুগছে। আমাদের এক বোনকে ধর্ষণের প্রতিবাদ জানিয়েছিল। তখন নিরাপত্তারক্ষী বাহিনীই তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তারা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ।
আমরা তাদের বিশ্বাস করি না। আমরা পাহাড়ে নিরাপত্তা চাই।