লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি বীর বিক্রম ড. কর্নেল অলি আহমেদ (অব.) বলেছেন, শেখ হাসিনার মোদিপ্রীতি এ দেশের জনগণকে অতিষ্ঠ করে ফেলেছে। আমরা ভারতের বিরুদ্ধে নই, ভারতের বর্তমান সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান। যারা ভারতের দালালি করবে তাদের বিরুদ্ধেও অবস্থান নিতে হবে। গতকাল বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা এলডিপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্নেল অলি আহমেদ বলেন, এস আলম বাংলাদেশের এক তৃতীয়াংশ সম্পদের মালিক। এস আলম তৈরি হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার কারণে। হাতে গোনা কয়েকজন ব্যক্তির কাছে বাংলাদেশের অর্ধেক ধনসম্পদ জব্দ আছে। হাসিনা তার পোষ্য লোকদের হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছেন। এসবই হয়েছে ভারতের প্রধানমন্ত্রী মোদির কারণে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারেন। এখন দুর্গাপূজা চলছে, আপনারা পাহারা দেন। কারণ সংখ্যালঘুরা আমাদের আমানত।
উপজেলা এলডিপি সভাপতি এ কে এম সামছুল হক মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান, গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আমান সোবান প্রমুখ।