বরুড়া উপজেলার ১৫ ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে গঠিত কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির দুজন মনোনয়নপ্রত্যাশী। তাঁরা হলেন কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন ও যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মোরতাজুল করিম বাদরু। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলার কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শফিকুল আলম হেলাল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সাদিক মাহমুদ বিন নূরী প্রচার চালিয়ে যাচ্ছেন। এদিকে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের বাড়ি বরুড়ায় হলেও তিনি নির্বাচন করবেন কি না এখনো কোনো ঘোষণা দেননি। খোঁজ নিয়ে জানা গেছে, প্রার্থীরা কেউ কেউ সরেজমিন, আবার অনেকে অনলাইনে প্রচার চালিয়ে যাচ্ছেন। বরুড়া সদরে ঝুলছে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন দেশের বাইরে রয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কাউছার আলম সেলিম বলেন, ‘প্রয়াত সংসদ সদস্য এ কে এম আবু তাহের এলাকায় অনেক উন্নয়ন করেছেন। তাঁর ছেলে জাকারিয়া তাহের সুমনও সাবেক এমপি। এই তরুণ নেতার হাত ধরে আমরা আধুনিক বরুড়া গড়তে চাই।’
যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মোরতাজুল করিম বাদরু বলেন, ‘৪৬ বছর ধরে রাজনীতি করি। ২০১৮ সালেও দলের মনোনয়ন পেয়েছিলাম। এবারও মনোনয়ন চাই। মনোনয়ন পেলে অবহেলিত বরুড়ার উন্নয়নে কাজ করব।’
জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল বলেন, ‘মানুষ বিভিন্ন সময় নানান দলকে দেখেছে। এবার তারা জামায়াতকে দেখতে চায়।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সাদিক মাহমুদ বিন নূরী বলেন, ‘যেখানেই যাচ্ছি ভালো সাড়া পাচ্ছি। নতুন বাংলাদেশ গড়তে ইসলামী আন্দোলনকে বেছে নেবে জনগণ।’