‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাপ্তাহিক ছুটি দুই দিন, সংবাদমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিলসহ গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষায় ৩৯ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে সংগঠনটির মহাসচিব কাদের গণি চৌধুরী এই ৩৯ দফা উপস্থাপন করেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের সিনিয়র সহসভাপতি ওবায়দুর রহমান শাহীন, সহসভাপতি খায়রুল বাশার, এ কে এম মহসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, জাহাঙ্গীর আলম প্রধান, বাছির জামাল, এরফানুল হক নাহিদ, মোরসালিন নোমানী, রফিক মুহাম্মদ, রাশেদুল হক, দিদারুল আলম, সাঈদ খান, আবু বকর, অপর্ণা রায়, মোদাব্বের হোসেন, খন্দকার আলমগীর, ডিএম অমর, আল আমিন প্রমুখ।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দাবিসমূহের মধ্যে রয়েছে? ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকর; অবিলম্বে স্বাধীন ও কার্যকর তথ্য কমিশন গঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, রেডিও, সংবাদ সংস্থা, অনলাইন ও মাল্টিমিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন ইত্যাদি। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কথা বলা হলেও কার্যত তা হচ্ছে না। অধিকাংশ সংবাদমাধ্যমে নবম ওয়েজ বোর্ড কার্যকর হয়নি। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। তাই বর্তমান সরকারকে দ্রুত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা বলেন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন করতে হবে। একইভাবে সংবাদপত্রের স্বাধীনতাকেও যে কোনো মূল্যে সুরক্ষা দিতে হবে। আইনি কাঠামো দ্বারা সুরক্ষা না দিলে সাংবাদিক সমাজ প্রতিনিয়ত রাষ্ট্রযন্ত্র দ্বারা নিগৃহীত হতে থাকবে এবং বর্তমান সময়ে প্রতিনিয়ত তা-ই হচ্ছে। সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণ করতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলো সপ্তাহে দুই দিন ছুটি ভোগ করে। অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও দুই দিন ছুটির ব্যবস্থা চালু রয়েছে। সাংবাদিকদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। সপ্তাহের নির্দিষ্ট দিন সাপ্তাহিক ছুটিও পান না। এতে তাদের ওপর শারীরিক ও মানসিক চাপ বাড়ছে।
তারা বলেন, সাংবাদিক হত্যা, হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে। সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। সংবাদমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করতে আইনি কাঠামো তৈরি করতে হবে। কোনো গণমাধ্যমকে গোয়েন্দা সংস্থা কোনো ধরনের নির্দেশনা দিতে পারবে না। এ ছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর প্রেস ক্লাবের সামনে গতকাল সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নসহ দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিকদের নিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ২১ দফা দাবিতে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের (জেইউজি) উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেইউজির সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন।
ফেনী প্রতিনিধি : একই দাবিতে গতকাল সাংবাদিক ইউনিয়ন ফেনী কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিদ্দিক আল মামুন। সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন-জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, এবি পার্টির সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি গাজী এনামুল হক ভূঁইয়া, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, ড্যাব ফেনী জেলার সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন দুলাল প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, রংপুর : সাংবাদিকদের আর্থিক ও কর্মক্ষেত্রের নিরাপত্তাসহ মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠাসহ ২১ দফা দাবি বাস্তবায়ন না হলে লংমার্চ টু যমুনার ঘোষণা দিয়েছেন রংপুরের সাংবাদিকরা। গতকাল দুপুরে রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজে আয়োজনে মানববন্ধন থেকে এই ঘোষণা দেওয়া হয়। মহানগরীসহ আট উপজেলার দুই শতাধিক গণমাধ্যমকর্মী বৃষ্টিতে ভিজে এতে অংশ নেন। আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় মানবন্ধনে সংহতি প্রকাশ করে রংপুর প্রেস ক্লাব, সিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থাসহ জেলার বিভিন্ন প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠন।
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : সাগর-রুনিসহ সব সাংবাদিকদের হত্যার বিচারসহ ২১ দফা দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন মানববন্ধন করেছে। ইউনিয়নের সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক ফজলে রাব্বি ডলার, রাহত আহমেদ রিটু, আবদুস সাত্তার, আবদুর রহিম, সাইফুল ইসলাম, মাহফুজ মণ্ডল প্রমুখ।