সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালকদের উসকানি দেওয়ার অভিযোগে বাসদ কার্যালয় ঘেরাও করে ২২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয় থেকে তাদের আটক করা হয়। বাসদ নেতাদের দাবি, কার্যালয়ে পাঠচক্র চলাবস্থায় পুলিশ তাদের আটক করেছে।
জানা গেছে, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান বন্ধ ও লাইসেন্স প্রদানের দাবিতে বাসদ গতকাল বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছিল। কিন্তু এই কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। তা সত্ত্বেও গতকাল দুপুরে বিভিন্ন স্থান থেকে রিকশাচালকরা বাসদের আম্বরখানার কার্যালয়ের সামনে এসে জড়ো হন। এ সময় পুলিশ কার্যালয়ের ভিতর থেকে ২২ জনকে আটক করে থানায় নিয়ে যায়। বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর জানান, পুলিশের অনুমতি না পাওয়ায় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়। কিন্তু কর্মসূচি বাতিলের খবর জানতে না পেরে অনেকে কার্যালয়ের নিচে আসেন। তখন তাদের ফিরিয়ে দেওয়া হয়। আটকের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটকদের যাচাইবাছাই চলছে। নিরাপরাধ কেউ থাকলে তাকে ছেড়ে দেওয়া হবে।
এদিকে ব্যাটারিচালিত রিকশাচালকদের মদত দেওয়ার অভিযোগে শুক্রবার মধ্যরাতে নগরীর আখালিয়া কালিবাড়ি এলাকার বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন সিপিবি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন। গতকাল তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।