নরসিংদীর রায়পুরায় সাঁড়াশি অভিযান চালিয়ে দেশিবিদেশি অস্ত্র, গোলাবারুদ উদ্ধারসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল ভোরে পরিচালিত এ অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৫টি একনলা বন্দুক, ১টি দোনলা বন্দুক, ২টি এলজি, ১টি পাইপগান, ৩টি ম্যাগজিন ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসব অস্ত্র আসে নদীপথে ভারত থেকে। গতকাল রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি বলেন, গত কয়েক মাসে নরসিংদীতে সংঘর্ষে পাঁচজন নিহত এবং আহত হয় ৫০ জনের মতো। এসব সংঘর্ষের পেছনে আধিপত্য বিস্তার, বালুমহাল, চর, ঘাট, বাজার দখল ঘিরে এলাকাভিত্তিক গ্রুপ।
ত্বকী হত্যার তদন্ত শেষের দিকে : সংবাদ সম্মেলনে র্যাবের ওই কর্মকর্তা আরও জানান, ‘নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত কার্যক্রম শিগগিরই শেষ হবে। এখনো তদন্তপ্রক্রিয়া চলমান রয়েছে। আমরা খুব শিগগিরই চার্জশিট দিতে পারব বলে আশা করছি।’