চট্টগ্রামের বিভিন্ন এতিম ও অসহায় খুদে কোরআনের হাফেজদের নিয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে ‘এক টাকায় আনন্দ ফাউন্ডেশন’। গতকাল নগরীর কাজীর দেউড়ি জেলা স্টেডিয়ামের একটি হলরুমে সিজন-৩ সম্পন্ন হয়। সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক জাবের হোসাইন সাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইলেকট্রনিকস ডিপার্টমেন্ট প্রকৌশলী রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান এমি।
সংস্থার পরিচালক (অর্থ) মো. মিনহাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংস্থার উপ-পরিচালক (অর্থ) মুহাম্মদ আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক আবদুল আহাদ, কার্যকরী সদস্য সামাদুজ্জামান জুয়েল, সাইদুজ্জামান সজীব ও মোহসিন বাদশা আকিল প্রমুখ। অনুষ্ঠানে অংশ নেওয়া খুদে হাফেজদের মধ্যে বিজয়ী তিনজনকে নগদ অর্থ, সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭টি এতিমখানা থেকে ২১জন এতিম ও হতদরিদ্র শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদানসহ অংশগ্রহণকারী প্রতিটি এতিমখানাকে নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহায়তায় ছিল প্রবাসী কল্যাণ সংস্থা ও আল তাওয়ারি সৌদি। আইটি সহযোগী ছিল ইকো ডিজিটাল।