বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা ঐক্যবদ্ধ না থাকলে, নিজেরা বিরোধিতায় লিপ্ত হলে ফ্যাসিবাদী শক্তি আবার ফিরে আসতে পারে। দুলু বলেন, ‘একটি দল সুকৌশলে জাতীয় নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে, তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কোনোভাবেই জাতীয় নির্বাচন বিলম্বিত করা যাবে না। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে। জাতি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। নির্বাচন নিয়ে দেশে ও পাশের দেশে বসে নানাজন নানারকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি এককভাবে ক্ষমতায় যাবে এবং ৩১ দফার ভিত্তিতে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। গতকাল বিকালে নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে একডালা শুভেচ্ছা ফার্মের মাঠে ধানের শীষের পক্ষে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম সারোয়ার সভাপতিত্ব করেন।