রংপুরের কারমাইকেল কলেজে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পথের পাঁচালী’ নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। পাঠচক্রে উপস্থিত সদস্যরা উপন্যাসের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় বিশেষভাবে উঠে আসে গ্রামীণ জীবনের বাস্তব চিত্র, দারিদ্র্যের মধ্যেও মানুষের আশা-নিরাশা এবং প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক। শিক্ষার্থীরা জীবনের সংগ্রাম ও ছোট ছোট মুহূর্তে লুকিয়ে থাকা মানবিক সৌন্দর্য, পরিবার ও সমাজের প্রতি গভীর দৃষ্টিভঙ্গি নিয়ে মতবিনিময় করেন। বসুন্ধরা শুভসংঘ কারমাইকেল কলেজ শাখার সভাপতি আহসান হাবিব বলেন, ‘পথের পাঁচালী ১৯২৯ সালে প্রকাশিত হয়। উপন্যাসটি বাংলার সাধারণ গ্রামীণ জীবনের সরলতা ও দারিদ্র্যের মধ্যে লুকানো মানবিক সৌন্দর্য তুলে ধরেছে।’ কলেজের অধ্যক্ষ ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা প্রফেসর মোস্তাফিজার রহমান বলেন, ‘আজকের পাঠচক্র শিক্ষার্থীদের মেধা ও চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ পাঠচক্রে উপস্থিত ছিলেন সজীব সরকার, মুশফিকুর রহমান, মানিক, হাবিব, তাসনিম খাতুন প্রমুখ।
আসিফ, আরিফ, আয়শা সিদ্দীকাসহ কলেজের অন্য সদস্যরা। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ শিক্ষার্থীদের সাহিত্যচেতনা ও সামাজিক মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।