বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ভোলার চরফ্যাশন উপজেলায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সকালে অফিসার্স ক্লাবে ১৫ জন অসচ্ছল নারীর মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। চরফ্যাশন উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি এম আমির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল মিয়া, সাবেক কাউন্সিলর ও যুবনেতা জাহিদুল ইসলাম রাসেল, বসুন্ধরা শুভসংঘ কমিটির উপদেষ্টা ও চরফ্যাশন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু, চরফ্যাশন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কামাল গোলদার, বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা কমিটির সভাপতি মো. শাফায়াত হোসেন বক্তৃতা করেন। চরফ্যাশন উপজেলা কালের কণ্ঠ প্রতিনিধি কামরুল সিকদারের সঞ্চালনায় এবং বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সার্বিক তত্ত্বাবধায়নে অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, চরফ্যাশন উপজেলা বসুন্ধরা শুভসংঘ কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাঈম, সাংবাদিক আমিনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তাতারা বসুন্ধরা শুভসংঘের এই মহতী উদ্যোগটির ব্যাপক প্রশংসা করে বলেন, বসুন্ধরা শুভসংঘ স্থানীয় কমিটির মাধ্যমে একেবারের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষকে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছেন। এর আগে রমজানে ইফতারি, মাদক নির্মূলে স্কুল, কলেজে সভা সেমিনার, দুস্থ এবং প্রতিবন্ধীদের কলেজে ভর্তি হতে নগদ অর্থ প্রদান, অসচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দেওয়া বিশাল বড় মনের পরিচয় দিচ্ছেন। প্রশিক্ষণার্থী নাহিদা বলেন, বসুন্ধরা শুভসংঘ আমাদের সেলাই প্রশিক্ষণ দিয়ে মেশিন দিয়েছে। অসচ্ছলতা থেকে সচ্ছলতায় ফিরবে আমাদের জীবন এ জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ অভিনন্দন ও প্রাণভরে দোয়া করছি।