সিঙ্গাপুরে নতুন করে করোনাভাইরাস 'কভিড-১৯' এ আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। এতে করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৪তে। ২০ ফেব্রুয়ারি দ্য স্ট্রেইট টাইমস এ খবর প্রকাশ করেছে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার একদিনেই এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৪ জন। যার বেশিরভাগই হুবেই প্রদেশে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের হিসেব অনুযায়ী এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২১২৬। এর মধ্যে ১০ জন বাদে সবাই মারা গেছে চীনের মূল ভূখণ্ডে। এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার।
বিডি প্রতিদিন/ফারজানা