২০ ফেব্রুয়ারি, ২০২০ ১১:০০

করোনাভাইরাস: ঘরে থাকতে ১২ ঘণ্টায় ৭৭ নোটিশ!

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস: ঘরে থাকতে ১২ ঘণ্টায় ৭৭ নোটিশ!

চীন থেকে ছড়ানোর পর করোনাভাইরাস এখন প্রায় ২৫টির বেশি দেশে ছড়িয়েছে। এরমধ্যে সিঙ্গাপুরে আক্রান্ত হয়েছেন ৮৪ জন। গত ১৪ দিনে চীন সফর করেছেন এমন ব্যক্তিদের ঘরে থাকতে ১২ ঘণ্টায় ৭৭টি নোটিশ দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নোটিশে চীন সফরকারীদের আগামী ১৪ দিন বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। 

সিঙ্গাপুরের নাগরিকসহ বিদেশি কর্মী, দীর্ঘ সময়র পাসধারী ব্যক্তিদের ক্ষেত্রেও এ নোটিশ প্রযোজ্য হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্ট অথরিটি (আইসিএ)। 

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার একদিনেই এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৪ জন। যার বেশিরভাগই হুবেই প্রদেশে। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের হিসেব অনুযায়ী এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২১২৬। এর মধ্যে ১০ জন বাদে সবাই মারা গেছে চীনের মূল ভূখণ্ডে। এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার।  

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর