জাপানের ডায়মন্ড প্রিন্সেস জাহাজের যেসব যাত্রীর করোনাভাইরাস ধরা পড়েনি তারা জাহাজ ছাড়তে শুরু করেছেন। জাহাজটিতে এখন পর্যন্ত নতুন করোনাভাইরাস কভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২১ জনে। খবর বিবিসির।
জাহাজটিতে মোট যাত্রী ছিলেন ৩ হাজার ৭০০ জন। করোনাভাইরাস টেস্টে নেগেটিভ এরকম শত শত যাত্রী জাহাজ ছাড়ছেন।
জাপানের স্বাস্থ্য বিশেষজ্ঞ জাহাজ পরিদর্শন করে আসার পর জানান, সেখানকার অবস্থা খুবই বিশৃঙ্খলাপূর্ণ।
জাহাজটি থেকে হংকংয়ে নেমে যাওয়া এক যাত্রীর শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পর জাহাজটিকে জাপানের ইয়োকোহামা বন্দরে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করে রাখা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা