২০ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৪১

আইফোন উৎপাদন ও বিক্রিতে করোনাভাইরাসের থাবা

অনলাইন ডেস্ক

আইফোন উৎপাদন ও বিক্রিতে করোনাভাইরাসের থাবা

আইফোন উৎপাদন ও বিক্রিতে থাবা বসিয়েছে করোনাভাইরাস। সেই কারণে দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক লক্ষ্যমাত্রা তারা পূরণ করতে পারবে না বলে লগ্নিকারীদের সতর্ক করছে অ্যাপল। 

চীনের হুবেই প্রদেশ থেকে করোনাভাইরাস দেশটির অন্যান্য এলাকায় ছড়িয়েছে। অ্যাপল জানিয়েছে, চীনে তাদের আইফোন তৈরির কারখানা সবই হুবেই প্রদেশের বাইরে। ওই কারখানাগুলিতে পুনরায় উৎপাদন চালু হলেও তা পূর্ণ ক্ষমতার থেকে অনেকটাই কম।

এক বিবৃতিতে অ্যাপল'র তরফে জানানো হয়েছে, যারা এই পণ্যগুলি বাস্তবায়নে আমাদের সাহায্য করেন, তাদের স্বাস্থ্য ও সুস্থ জীবন নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা আমাদের সকল সরবরাহকারী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে একযোগে কাজ করছি।।

অ্যাপল জানিয়েছে, চীনে তাদের ৪২টি খুচরো বিপণীর অনেকগুলিই বন্ধ বা কম সময়ের জন্য খোলা থাকায় ওই দেশে আইফোনের চাহিদাও এখন কমে গেছে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের পরে চীন আইফোনের তৃতীয় বৃহত্তম বাজার। তবে চীনের বাইরে আইফোনের চাহিদা যথেষ্ট শক্তিশালী বলে জানিয়েছে মার্কিন সংস্থাটি।
 
 

বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর