প্রাণঘাতী করোনাভাইরাসে দিন দিন মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শুধু চীনেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৩৪৫ জনে।
শনিবার এই রোগে আক্রান্ত হয়ে আরও ১০৯জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৬ হাজার ২৮৮ জন।
এদিকে, করোনাভাইরাসের জেরে বিধ্বস্ত চীনে তদন্তে যাচ্ছে হুয়ের বিশেষ একটি দল। প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহানে শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু’র বিশেষ দল।
এদিকে, নভেল করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার ক্ষেত্রে নয়া পদ্ধতির আশ্রয় নিচ্ছে চীন। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সংক্রমণ নির্ধারণের পদ্ধতি বদলালো তারা। এর ফলে নিশ্চিতভাবে করোনাভাইরাস সংক্রামিতের সংজ্ঞা বদলেছে। আর তার ফলে করোনাভাইরাসের আঁতুড়ঘর হুবেই প্রদেশে নতুন করে সংক্রমণের ঘটনাও কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/কালাম