ইরানে নতুন করোনাভাইরাসে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে গতকাল সোমবার খবর প্রকাশিত হয়। তবে পরে জানা গেছে, এ খবর 'মিথ্যা'। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ৬১ জন।
ইরানের কম সিটির আইনপ্রণেতাই গতকাল দাবি করেছিলেন, তাদের শহরে ৫০ জন মারা গেছে। অথচ সমগ্র ইরানের ওই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল তারও কম, ৪৭।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইরাজ হারিরছি 'কম' নামের সেই শহরের আইনপ্রণেতার দাবি প্রত্যাখান করেন। তিনি জানিয়েছেন, এ পর্যন্ত ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১-তে। আরও ৯০০ জনকে পরীক্ষা করা হচ্ছে। মৃত্যু হয়েছে ১২ জনের।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়েছে করোনাভাইরাস। করোনাভাইরাস মহামারী আকারে ছড়ানোয় চীনের পার্শ্ববর্তী দেশ দক্ষিণ কোরিয়াতেও রেড এলার্ট জারি করা হয়েছে।
শুধু চীন, দক্ষিণ কোরিয়া নয়, ভারত, ইরান, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, নেপাল, ফিনল্যান্ডসহ ২৫টির বেশি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। নতুন এ করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৮০ হাজার মানুষ এবং মারা গেছে ২ হাজার ৬৯৮ জন।
বিডি প্রতিদিন/ফারজানা