যুক্তরাষ্ট্রে মহামারী আকারে করোনাভাইরাস ছড়াচ্ছে বলে মঙ্গলবার সতর্ক করেছে দেশটির অন্যতম জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউট সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল প্রিভেনশন (সিডিসি)। খবর সিএনএনের।
সিডিসির ন্যাশনাল সেন্টার ফর ইমিউনাইজেশন অ্যান্ড রেসপাইরেটরি ডিজিজেস-এর ডা. ন্যান্সি মেসোনিয়ার এ বিষয়ে সবাইকে সতর্ক করেছেন।
টুইটারে সিডিসি বলেছে, কভিড-১৯ করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সম্প্রদায়গুলোকে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে।
মহামারী করোনাভাইরাসে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭০০ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগেরই মৃত্যু হয়েছে চীনে। সারা বিশ্বে এ ভাইরাসে ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে কভিড-১৯ নামের নতুন প্রজাতির এ করোনাভাইরাস।
বিডি প্রতিদিন/ফারজানা