ক্রমেই ভয়ঙ্কর আকার নিচ্ছে করোনাভাইরাস। চীনের থেকেও চীনের বাইরে ১৭ গুণ বেশি হারে ছড়াচ্ছে এই রোগ। করোনা থাবা বসিয়েছে ভারতেও।
জম্মু-কাশ্মীরে ৬৩ বছর মহিলা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই প্রথম জম্মু-কাশ্মীরে কারও শরীরে এই ভাইরাস পাওয়া গেল।
উল্লেখ্য, ভারতে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। রবিবার আরও পাঁচজন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ