ভারতে তিন বছরের এক শিশুর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। ওই শিশু মা-বাবার সঙ্গে ৭ মার্চ ইতালি থেকে দুবাই হয়ে দেশে আসে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কেরলে তিন বছরের শিশুটির শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। মা-বাবার সঙ্গে ইতালি থেকে দুবাই হয়ে সে দেশে আসে। কোচি বিমানবন্দরে ডাক্তারি পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। তার চিকিৎসা চলছে।
ওই শিশুটির বাবা-মার শরীরেও সংক্রমণ ছড়িয়েছে কি না জানতে, তাদেরও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তারা।
এই নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪০-এ গিয়ে ঠেকে। রবিবারই কেরলে একই পরিবারের পাঁচ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। যার মধ্যে তিন জন সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন বলে জানা গেছে। বিদেশ থেকে আসা সকলের ডাক্তারি পরীক্ষার জন্য কেরলের সব বিমানবন্দরেই ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা রয়েছে। কিন্তু তারা যে ইতালি থেকে ফিরছেন, আক্রান্ত তিন জন বিমানবন্দরে তা জানাননি বলে দাবি করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা।
বিডি প্রতিদিন/আল আমীন