দেশে গত ২৪ ঘণ্টায় নতুন কোনও করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
সোমবার দুপুরে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
এর আগে, গতকাল রবিবার বাংলাদেশে তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্তের কথা জানান তিনি। আক্রান্তদের মধ্যে একজন নারী।
তাদেরকে রাজধানীর কুমিটোলা হাসপতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আক্রান্তদের মধ্যে দু’জন সম্প্রতি ইতালি থেকে দেশে ফিরেছেন বলেও জানানো হয়।
বিডি প্রতিদিন/কালাম