বাংলাদেশে প্রথমবারের মতো তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে।তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়নি।
আজ সোমবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নতুন করে ৪ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। তবে ফলাফল নেগেটিভ এসেছে।
গতকাল রবিবার বিকেলে আইইডিসিআর জানায়, বাংলাদেশে তিনজনের করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে একজন নারী ও দুজন পুরুষ।
বিডি প্রতিদিন/ফারজানা