করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের জনগণকে বিনামূল্যে মাস্ক সরবরাহের জন্য আদালতকে নির্দেশনা দিতে পরামর্শ দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।
করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত প্রতিবেদনের শুনানির সময় সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চকে তিনি এ পরামর্শ দেন।
ব্যারিস্টার মওদুদ আদালতকে বলেন, ‘করোনাভাইরাস বিশ্বব্যাপী ভয়াবহ রূপ নিয়েছে। আমাদের দেশে সরকার করোনাভাইরাস মোকাবিলায় ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। কিন্তু ২০ টাকার মাস্কের দাম ১২০ টাকা করে বিক্রি করা হচ্ছে। দেশের জনগণকে মাস্ক বিনামূল্যে সরবরাহ করতে আদালত সরকারকে আদেশ দিতে পারে।
তখন আদালত বলেন, ‘আমরা এ মুহূর্তে কোনও আদেশ দিচ্ছি না। কারণ সরকার করোনাভাইরাস মোকাবিলায় যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে। তবে করোনা আক্রান্ত বা সম্ভাব্য আক্রান্তদের ক্ষেত্রে মাস্ক বিনামূল্যে সরবারহ করা যেতে পারে।’
মাস্ক বা করোনাভাইরাস মোকাবিলার কোনও সরঞ্জাম নিয়ে কেউ কালোবাজারি করলে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন আদালত।
বিডি প্রতিদিন/কালাম