কুষ্টিয়ার ভেড়ামারায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষের এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ।
এসময় কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল আমীন এবং ভেড়ামারা পৌর সভার মেয়র শামিমুল ইসলাম ছানাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সভার সিধান্ত সমূহঃ
১. করোনাভাইরাসে আতংকিত না হয়ে সচেতন থাকার জন্য ব্যাপক প্রচার করা হবে।
২. আত্মীয়-স্বজন বা পরিচিতদের মধ্যে কেউ বিদেশ থেকে এলে তা অবশ্যিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করার বিষয়ে প্রচারণা চালানো হবে।
৩. পৌরসভা ভবনের ৩ তলাতে ১০০ শয্যার আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা। ( প্রয়োজনে ব্যবহার করা হবে)
৪. যথাসম্ভব জনসমাগম পরিহার করার বিষয়ে সকলকে অনুরোধ করে ব্যাপক প্রচারণা।
বিডি প্রতিদিন/এ মজুমদার