কভিড-১৯ নামের নতুন করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ায় বাংলাদেশে সামাজিক অনুষ্ঠান ও জমায়েত সীমিত করার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকবে। আজ সোমবার বিকেলে এমন নির্দেশনা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গতকাল রবিবার বাংলাদেশে করোনাভাইরাসের তিনজন রোগী পাওয়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। ওই তিন রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া এক রোগীর সংস্পর্শে আসায় ৪০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা