বিশ্বব্যাপী এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। তবে এই ভাইরাসে আক্রান্ত হলেই যে মৃত্যু অনিবার্য তা কিন্তু নয়। কেননা, এখন পর্যন্ত বিশ্বব্যাপী এ রোগে মোট আক্রান্তের ২ শতাংশ মারা গেছেন। তবে দৃষ্টান্ত স্থাপন করেছে ম্যাকাও। দেশটিতে করোনা আক্রান্ত শেষ ব্যক্তিটিও শুক্রবার (৬ মার্চ) সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এতে ম্যাকাও পুরোপুরি করোনামুক্ত হয়েছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত অন্যান্য দেশের ব্যক্তিরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চীনেই ৫০ হাজারের অধিক আক্রান্ত এখন করোনা ভাইরাস থেকে মুক্ত।
ম্যাকাওয়ের সবশেষ করোনা আক্রান্ত ৬৪ বছর বয়সী ওই ব্যক্তিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে চীনা শাসিত অঞ্চলটির স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করে।
ম্যাকাওতে মোট ১০ ব্যক্তির মধ্যে কভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ ঘটে। চীনের সঙ্গে যুক্ত এই অঞ্চলটি ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়।
ম্যাকাও স্বাস্থ্য দফতরের ডিরেক্টর লেই চিন-ইয়ন বলেন, ‘ম্যাকাওতে এখন আর কোনো করোনা রোগী নেই, কোনো গুরুতর বিষয়ও নেই, কোনো মৃত্যু নেই, কোনো সংক্রমণের ঘটনাও নেই।’
৪ ফেব্রুয়ারি পর থেকে নতুন করে কোনো করোনা রোগী এখানে শনাক্ত হয়নি। করোনা মোকাবিলায় এমন সাফল্যের জন্য লেই তার দফতর, অন্যান্য বিভাগ ও সরাসরি যুক্ত কর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এদিকে, পুরো বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ১০ হাজার ছাড়িয়েছে। তবে সুস্থ হয়ে বাড়ি গেছে ৬২ হাজার মানুষ। ফলে করোনা থেকে সুস্থ হয়ে যাওয়ার বিষয়টি আশাব্যাঞ্জক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম