ভুটানেও করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। তবে একজন মাত্র ব্যক্তি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এক মার্কিন নাগরিক দেশটিতে বেড়াতে আসলে তার দেহে করোনাভাইরাস ধরা পড়ে। এ খবর প্রকাশের পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা দেশে।
মাস্ক-জীবাণুনাশক কিনতে ফার্মেসিগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষজন। এর মধ্যেই দেশটির রাজধানী থিম্পুতে প্রধানমন্ত্রী লোটে শেরিং নিজে একটি পিকআপভ্যানের ওপর দাঁড়িয়ে জনগণের মধ্যে জীবাণুনাশক বিতরণ করছেন। খবর দ্য স্টার এর।
ভুটানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা সেই ছবিতে দেখা যায়, দেশটির প্রধানমন্ত্রী নিজে একটি পিকআপ ট্রাকের ওপর দাঁড়িয়ে জনগণের মধ্যে জীবাণুনাশক বিতরণ করছেন। পাশে দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মীরাও রয়েছেন।
বলা হয়েছে, ওইদিন তিনটি স্পটে জনপ্রতি ১০০ মিলিলিটার করে বিনামূল্যে জীবাণুনাশক বিতরণ করা হয়েছে। জীবাণুনাশক সংগ্রহ করতে কমলা রঙের পোশাক পরিহিত কর্মীদের কাছে পাত্র নিয়ে হাজির হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি, দেশের ধনী ব্যক্তিদেরও অসচ্ছ্বল মানুষদের মাস্ক-জীবাণুনাশক দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে ভুটান সরকার।
বিডি-প্রতিদিন/শফিক