বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৩৩৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩ হাজার ৯৭১ জন। এই করোনা আতঙ্কে ইতালির একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় প্রাণ গেছে অন্তত ছয়জনের।
সোমবার দেশটির ২৭টি কারাগারে দাঙ্গা শুরু করেছে বন্দিরা। এর আগে রবিবার মোদেনা শহরের সেইন্ট অ্যান্না কারাগারে নিহত হয়েছে ছয় বন্দি। এছাড়া সোমবার ভোরে দাঙ্গার সুযোগে ফোগিয়া কারাগার থেকে পালিয়েছে ২০ বন্দি।
করোনার সংক্রমণস্থল উত্তর ইতালিকে ভার্চুয়ালি অবরুদ্ধ করে রেখেছে। করোনাভাইরাস ঠেকানোর পদক্ষেপ হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে তারা, যে ভাইরাসের সংক্রমণে দেশটিতে ইতোমধ্যে ৩৬৬ জনের মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিডি-প্রতিদিন/শফিক