ইউরোপের দেশ ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে ক্রমেই বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ হাজার ৭৯৭ জন আর মৃত্যু হয়েছে ৯৭ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৭২ ও মৃতের সংখ্যা ৪৬৩।
সোমবার সন্ধ্যায় দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করছে করোনাভাইরাসে আক্রান্ত হবার পর চিকিৎসায় সুস্থ হয়েছেন ৭২৪ জন।
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ার কারণে রবিবার সন্ধ্যা থেকে লোম্বারদিয়া অঞ্চলের বিভিন্ন শহরের প্রায় ১ কোটি ৬০ লাখ নাগরিককে বাধ্যতামূলক কোয়ারেনটাইনে রাখা হয়েছে। মার্চের মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকবে সবগুলো স্কুল ও বিশ্ববিদ্যালয়।
বিডি প্রতিদিন/কালাম