করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় ৭০ হাজার কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইরান। বিষয়টি নিশ্চিত করে ইরানের আইন মন্ত্রণালয়ের প্রধান ইব্রাহিম রাইসি সংবাদিকদের জানান, 'সারা বিশ্বে ছড়িয়ে পড়া এই প্রাণগাতী ভাইরাস যাতে ইরানে মহামারীর আকার ধারণ করতে না পারে, সে জন্যই বন্দিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত।
সিদ্ধান্তের কারণ হিসেবে তার ব্যাখ্যা, একসঙ্গে অনেক বন্দি এক জায়গায় থাকলে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। ফলে, ঝুঁকি থেকে যায়। তাই বন্দিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।
যেসব বন্দিদের ছেড়ে দেওয়া হল, তাদের ভবিষ্যতে ফের জেলে নেওয়া হবে কি না, সে বিষয়টি সংবাদমাধ্যমের কাছে স্পষ্ট করেননি ইব্রাহিম।
প্রসঙ্গত, ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৬১ জনে। মৃত্যু হয়েছে ২৩৭ জন মানুষের।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন