করোনাভাইরাস ঠেকাতে সৌদি আরব সরকার নিয়েছে অভিনব পদ্ধতি। দেশটিতে কোন নাগরিক যদি তাদের স্বাস্থ্য সম্পর্কিত কোন তথ্য গোপন করে বা প্রকাশ করতে না চায় তাহলে তাকে গুণতে হতে পারে লাখ টাকা পর্যন্ত জরিমানা। সেই সঙ্গে কোন সৌদি নাগরিক ইরানে গেলেও তাকে দিতে হবে সমপরিমাণ জরিমানা।
সোমবার এমন খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। সৌদি রাজ্যের পাবলিক প্রসপেক্টরের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, সৌদি আরবে কেউ যদি তাদের স্বাস্থ্য সম্পর্কিত কোন তথ্য দিতে না চায় এবং বিভিন্ন দেশের ভ্রমণ নিয়ে তথ্য দিতে না চায় তাহলে তাকে সর্বাধিক ৫ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।
এছাড়া, সৌদি আরব তাদের নাগরিকদের নয়টি দেশে ভ্রমণ নিষিদ্ধ করে দিয়েছে। ভ্রমণ নিষিদ্ধ করা নয়টি দেশ হল, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, লেবানন, সিরিয়া, দক্ষিণ কোরিয়া, মিশর, ইতালি ও ইরাক। সৌদি থেকে কোন নাগরিক ইরানে গেলে তাকেও জরিমানা দিতে হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন