বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। এরই মধ্যে বেড়েই চলেছে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১৩টি দেশ ও অঞ্চল।
এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসের ছড়িয়ে পড়ায় দেশে দেশে মাস্ক বিক্রির বেড়ে যায়, এতে পণ্যটির সংকট তৈরি হয়। তারই জের ধরে ফেসবুকে ইউজারদের মাস্ক বিক্রি নিষিদ্ধ করলো সামাজিক যোগাযোগমাধ্যমটি।
এ ব্যাপারে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর জানায়, অনেক ইউজার ফেসবুকে মাস্ক বিক্রি করছিল। এমনকি ন্যায্য দামের চেয়েও অতিরিক্ত মূল্য নেয়া হচ্ছিল এর জন্য।
এমন পরিস্থিতিতে ইউজারদের মাস্ক বিক্রি বন্ধে করে প্ল্যাটফর্মটি। এ ছাড়া মাস্ক বিক্রি নিয়ে করোনাভাইরাস নিয়ে আতঙ্কও ছড়িয়ে পড়ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।
ফেসবুকের স্বাস্থ্য বিভাগের ক্যান-ঝিন-শিন বলেন, ‘আমরা সাময়িকভাবে মাস্ক বিক্রির বিজ্ঞাপন এবং বাণিজ্যিক বিক্রি নিষিদ্ধ করছি।’
তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য বিষয়ক পণ্য বিক্রি এবং এর জন্য নানা যোগাযোগ আটকে দিয়েছি।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ