কভিড-১৯ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি বা শরীরে করোনার লক্ষণ থাকলে ঘরের বাইরে বের হওয়া যাবে না। নির্দেশ অমান্য করা হলে নেয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। কুয়েততে এমন নির্দেশ দেয়া হয়েছে। এমন ব্যক্তিদের জামায়াতে নামাজ না পড়া এবং জুমার নামাজের জন্য মসজিদে প্রবেশ না করতে বলা হয়েছে।
এছাড়া শেখ আবদুল্লাহ আল সালেম সাংস্কৃতিক কেন্দ্র, শেখ জাবের আল-আহমদ সাংস্কৃতিক কেন্দ্র, সালাম প্যালেস জাদুঘর, বাইত আল-ওথম্যান যাদুঘর, আল শহীদ পার্ক, কুয়েত টাওয়ারস, বায়ান বোটানিকাল গার্ডেন এবং সকল বাণিজ্যিক কমপ্লেক্সে সমস্ত বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।
যারা ২৭ ফেব্রুয়ারির পর কুয়েতে প্রবেশ করেছে তাদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক।
কুয়েতে শুক্রবার থেকে ফ্রাইডে মার্কেট (সুক জুমা) অনির্দিষ্টকালের জন্য বন্ধ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। অন্যদিকে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুয়েতে বিমান ও গনপরিবহন (পাবলিক বাস) চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা