অস্ট্রিয়াতে করোনাভাইরাসে আক্রান্ত ১ জন মারা গেছেন। আজ ভোররাতে ভিয়েনার ফ্রান্স যোসেফ হাসপাতালে ৬৯ বছর বয়স্ক ওই ব্যক্তি মারা যান। অস্ট্রিয়াতে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগীর মৃত্যু হল।
অস্ট্রিয়াতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে সকল স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি ব্যাপক জনসমাগমের উপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রিয়া সরকার।
করোনাভাইরাস বিস্তার রোধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। সোমবার থেকে সকল রেস্টুরেন্ট, বার এবং দোকানপাট বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তবে ব্যাংক ফার্মেসি ও সুপারমার্কেট খোলা থাকবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রিয়াতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২৮ জন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন