নেত্রকোনার জেলার তিন উপজেলায় চীন ইতালি থেকে বিভিন্ন সময়ে দেশে আসা চার প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
তাদের মধ্যে জেলার কলমাকান্দা উপজেলায় চীন ফেরত একজন। দুর্গাপুর উপজেলায় ইতালি ফেরত একজন ও নেত্রকোনা সদর উপজেলায় ইতালি ফেরত দুইজন। তারা বিভিন্ন সময়ে দেশে বেড়াতে আসেন।
কিন্তু বিশ্বজুড়ে করোনা আতংক থাকায় তাদের সন্ধান নিয়ে নজরদারিতে রেখেছে স্থানীয় প্রশাসন।
এ ব্যাপারে জেলার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম জানান, তাদের মধ্যে কোন আলামত না থাকলেও তারা যেনো মানুষের সাথে না মেশেন সে জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। বাইরে যেনো ঘুরাফেরা না করেন সে জন্যও অনুরোধ জানানো হয়। পাশাপাশি তাদের উপর নজরদারিও রয়েছে।
জেলার ১০ উপজেলা নিয়েই জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা সতর্কতা অবস্থায় রয়েছে বলেও জানা গেছে।
সকলকে মাস্ক ব্যাবহার করা এবং পরিছন্ন থাকার আহ্বান জানান সিভিল সার্জন। এছাড়াও বিভিন্ন দোকানগুলোতে মাস্ক সহ মেডিসিন দোকানে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন