যেখানে এক সময় প্রতিদিন লাখ লাখ লোক যাতায়াত করতো সে সব জায়গা আজ জনশূন্য। নেই কোন কোলাহল। কারণ একটাই গোটা বিশ্ব করোনা আতঙ্কে আতঙ্কিত। আর চীনের পরই মহামারি আকার ধারণ করেছে ইতালিতে।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা আতঙ্কে বন্ধ একাধিক দর্শনীয় স্থান। এদিকে, ইতালির রোমের কলোসিয়াম, ফোনতানা ত্রেভিসহ দর্শনীয় স্থানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসহ অধিকাংশ অফিস বন্ধ করে দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত