করোনাভাইরাস প্রতিরোধে খুলনায় ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে ১৫ জন সম্প্রতি ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি ও কোরিয়া থেকে ফিরেছেন। তাদের মধ্যে খুলনার দাকোপ উপজেলায় সাত জন, তেরখাদার তিন জন, দিঘলিয়ার দুই জন ও খুলনা সদরের তিন জন প্রবাসী রয়েছেন। মঙ্গলবার সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়।
এছাড়া সন্দেহজনক জ্বর ও সর্দিতে আক্রান্ত স্থানীয় দু’জনকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, বিদেশ ফেরত ব্যক্তিদের তাদের বাড়িতে থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ ফেরত কেউ অসুস্থ না হলেও তাকে বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কেউ নির্দেশনা না মানলে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম