বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাস নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ইরান আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতায় এ পর্যন্ত বিশ্বের অর্ধশত দেশ থেকে শিল্পকর্ম দাখিল করা হয়েছে।
প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান ইরানের আর্ট ব্যুরোর ভিজুয়াল আর্টস অফিসের পরিচালক মাসুদ শোজায়েই-তাবাতাবাই এ তথ্য জানিয়েছেন।
কার্টুন প্রতিযোগিতায় সবচেয়ে বেশি শিল্পকর্ম জমা দিয়েছেন চীনা শিল্পীরা। এছাড়া, ইরান, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, সিরিয়া, তুরস্ক, ব্রাজিল, আমেরিকা, কিউবা, ইন্দোনেশিয়া, ইরাক, নেদারল্যান্ড, রাশিয়া, পোল্যান্ড, মরক্কো, সার্বিয়া, জার্মানি, অষ্ট্রিয়া, ইউক্রেনসহ আরও কিছু দেশ থেকে এ পর্যন্ত চার শতাধিক জমা পড়েছে।
প্রতিযোগিতায় অংশ নেয়া শিল্পীদের মধ্যে জার্মানির রিদা, সারবিয়ার তোসো বোরোকোভিক ও ইতালির পাওলো ডালপোন্টে অন্যতম। আগ্রহী কার্টুনিস্টদের তাদের শিল্পকর্ম ৩০ মার্চ এর পূর্বে ইরান আর্ট ব্যুরো বরাবর দাখিল করার অনুরোধ জানানো হয়েছে।
'উই ডিফিট করোনাভাইরাস’ শীর্ষক আন্তর্জাতিক এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন