কভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণে ইতালিতে মৃতের সংখ্যা আরও বাড়লো। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫০৩ জনে।
মঙ্গলবার (১৭ মার্চ) ইতালির সিভিল প্রোটেকশন অ্যাজেন্সি এ তথ্য নিশিত করেছে। এছাড়াও দেশটিতে নতুন করে আরও ৩ হাজার ৫২৬ জন এ রোগে আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৫০৬ জনে। খবর আল জাজিরা'র।
উল্লেখ্য, গত ৯ মার্চ থেকে পুরো ইতালিকে রেডজোনের আওতাভুক্ত ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই গৃহবন্দি হয়ে পড়েছে দেশটির প্রায় ৬ কোটি মানুষ। দেশটির ব্যস্ততম শহরগুলো পরিণত হয়েছে জনশূন্য ভুতুড়ে নগরীতে। সারাদেশে ফার্মেসি এবং এলিমেন্টারি শপ (খাবার ও জরুরি পণ্যের দোকান) ছাড়া সব কিছুই বন্ধ রয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ