ভারতের পশ্চিমবঙ্গে প্রথম করোনাভাইরাসে আক্রান্তের খোঁজ মিলল কলকাতায়। লন্ডন ফেরত এক তরুণের শরীরে মিলেছে করোনার সংক্রমণ।
সূত্রের খবর, লন্ডনে থাকাকালীন দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই যুবক একটি পার্টিতে যায়।পার্টিতে উপস্থিত কয়েকজনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায় বলে জানা যায়।
অতি সম্প্রতি লন্ডন থেকে ফিরে ওই যুবক বাড়িতেই ছিলেন। কলকাতায় ফেরার পর ওই যুবকের শরীরে করোনার কোনও উপসর্গ দেখা যায়নি। এমনকি বিমানবন্দরের থার্মাল স্ক্রিনিংয়েও তার কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি। যদিও ওই যুবক সেসময় নিজের প্রতি খেয়াল রাখার কথা বলা হয়েছিল।
কিন্তু রাজ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সন্দেহ হওয়ায় দুই দিন আগেই তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। করোনা আশঙ্কায় তার শরীরের নমুনা পাঠানো হয় পরীক্ষাগারে। তখনই নমুনা পরীক্ষায় তার শরীরে এই ভাইরাসের সংক্রমণ মেলে। তাকে আপাতত বেলেঘাটা আইডি হাসপাতালের স্পেশাল কোয়ারেন্টাইন কেবিনে রাখা হয়েছে।
ইতিমধ্যেই তার মা, বাবা ও গাড়িচালককেও কোয়ারান্টিন করা হয়েছে। তিনি আর কারও সংস্পর্শে এসেছিলেন কিনা তা জানার চেষ্টা চলছে। জানা গেছে, ওই তরুণের পিতা রাজ্য সরকারের একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। এদিকে, এই ভাইরাসের সংক্রমনের ভারতে মৃত্যু বেড়ে হয়েছে ৩ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩৮।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ