করোনা আতঙ্কে উপচে পরা ভিড় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে। এদের বেশির ভাগ রোগী এসেছেন ঠান্ডা,কাশি ও জ্বরজনিত রোগের চিকিৎসা নিতে।
মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় ৪৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। তারা জানিয়েছে কোয়ারেন্টাইনে থাকা ৪৬ জনকে নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। তবে ভয় বা আতঙ্কিত হওয়ার কারন নেই।
হোম কোয়ারেন্টাইনে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৭ জন, গজারিয়াতে এক, টংগিবাড়ীতে ১৩, সিরাজদিখানে তিন, শ্রীনগরে ৮ ও লৌহজং উপজেলায় ৪ জন রয়েছে।
তবে যে কোন পরিস্থিতি মোকাবেলায় জেলা সদরসহ ৬ টি উপজেলায় কন্ট্রোল হটলাইন চালু করা হয়েছে। যাতে যে কেউ ফোনের মাধ্যমে তার সেবা নিতে পারবেন। কন্ট্রোল হটলাইনের নাম্বার যথাক্রমে জেলা হাসপাতাল ০১৯১১১৫৭০৫০ ও ০২৭৬১১১৩২, টঙ্গিবাড়ী-০১৭৩০৩২৩৫১৮, গজারিয়া-০১৭৩০৩২৪৫১৪. সিরাজদিখান-০১৭৩০৩২৪৫১৬, শ্রীনগর- ০১৭৩০৩২৪৫১৭. লৌহজং-০১৭৩০৩২৪৬১৫। এছাড়াও বিস্তারিত জানার জন্য আইইডিসি আর- এর হটলাইন ১৬২৬৩ বা ৩৩৩ নাম্বারে ফোন করে পরামর্শ নিতে পারবে।
বিডি প্রতিদিন/হিমেল