অস্ট্রেলিয়া থেকে আসা দেশের বিভিন্ন জেলার নিম্ন আদালতে দায়িত্ব পালনকারী ৩০ জন বিচারক হোম কোয়ারেন্টাইনে গেছেন। মার্চের শুরুতে তারা অস্ট্রেলিয়া যান। ১৭ মার্চ দেশে ফেরেন। বুধবার দেশের বিভিন্ন জেলায় নির্ধারিত আদালতে বিচারিক দায়িত্ব পালন শেষে তারা ছুটি নেন।
অধস্তন আদালত ব্যবস্থাপনা শক্তিশালীকরণে আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শর্ট কোর্সে অংশ নিতে ১ মার্চ নিম্ন আদালতের বিভিন্ন পর্যায়ের এই বিচারকরা অস্ট্রেলিয়া যান।
বিডি প্রতিদিন/আল আমীন