বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪-এ।
শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। তিনি আরও জানান, করোনাভাইরাসে বাংলাদেশে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত হয়ে মারা গেলেন মোট ২ জন।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ইউরোপের অনেক দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা ভালো। পরিস্থিতি মোকাবেলায় আমরা বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি। চীনের উহানে যেসব মেডিকেল কর্মী কাজ করেছেন তাদের এখানে এনে স্থানীয় মেডিকেল কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারি।
বিডি প্রতিদিন/ফারজানা