করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় পৃথকভাবে বিভিন্ন দেশ থেকে আসা ১০৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দিয়েছে নিজ নিজ উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ।
অপরদিকে, আতঙ্কিত না হয়ে করোনাভাইরাস প্রতিরোধে জনগণের সচেতনতা বাড়াতে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে।
রবিবার জেলা স্বেচছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব এই মাইকিং করে জনগণকে সচেতনা করেন। এ সময় তিনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে জনগণের সচেতনতাই পারে এই ভাইরাস প্রতিহত করতে। গুজবে কান না দিয়ে নিজের অবস্থান থেকে নিজ নিজ পরিবারকে সচেতনতা করি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন