করোনাভাইরাস মহামারীতে অসহায় হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। এরই মধ্যে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ লাখ ২ সহস্রাধিক। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭৪৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৩১৪ জন।
এর মধ্যে গত ২৪ ঘণ্টা (শুক্রবার) মারা গেছে ২০৩৫ জন। এই সময়ে দেশটিতে নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ৩৩ হাজার ৭৫২ জন।
এদিকে, এখন পর্যন্ত শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৪৪ জনের। নিউজার্সিতে ১ হাজার ৯৩২, মিশিগানে ১ হাজার ২৮১, ক্যালিফোর্নিয়ায় ৫৮৪, ম্যাসাচুসেটসে ৫৯৯, পেনসিলভানিয়ায় ৪৪৬, লুসিয়ানায় ৭৫৫, ফ্লোরিডায় ৪১৯, ইলিনয়িসে ৫৯৬, কানেক্টিকাটে ৪৪৮ ও ওয়াশিংটনে ৪৮৩ জনের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম