করোনার লক্ষণ নিয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। আইসোলেশনে রেখে চিকিৎসাও শুরু হয়ে হয়েছিল। নিশ্চিত হতে নমুনা পাঠানো হয় করোনা পরীক্ষার জন্য। কিন্তু, সেই রিপোর্টের অপেক্ষা আর করেননি ৬০ বছর বয়সী ওই বৃদ্ধ। হাসপাতালে সকলের নজর এড়িয়ে নিজের ওয়ার্ডেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। শুক্রবার সেই রিপোর্ট এলে দেখা যায়, অযথাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন এই বৃদ্ধ। ভাইরাস পরীক্ষার রিপোর্ট আসে নেগেটিভ। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের এক সরকারি হাসপাতালে।
আত্মঘাতী ওই ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে ডাক্তাররা জানতে পারেন, সম্প্রতি কেরালা থেকে তিনি ঘুরে এসেছেন। তার পরই অসুস্থ হয়ে পড়েন। জ্বর, সর্দিকাশির উপসর্গ দেখা যায়। করোনা আক্রান্ত ধরে নিয়ে, ৬ এপিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৭ এপ্রিল তার নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। ১০ রিপোর্ট সেই রিপোর্ট এলে দেখা যায়, তিনি করনো নেগেটিভ। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার আগেই আত্মহত্যা করেন ওই বৃদ্ধ।
চেন্নাই পুলিশ সরকারি হাসপাতালে মৃত্যুর তদন্ত শুরু করেছে। আত্মহত্যার পিছনে কারও মদত বা উস্কানি রয়েছে কি না, তদন্তকারীরা সেদিকেও নজর রাখছেন। সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/কালাম